• কলকাতায় বহুতল বিপর্যয়, বাঘাযতীনে হেলে পড়ল আস্ত ফ্ল্যাটবাড়ি
    আজ তক | ১৪ জানুয়ারি ২০২৫
  • দক্ষিণ কলকাতার বাঘাযতীনে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হল। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর পর সকল বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়, ফলে কেউ আহত হননি। তবে কী কারণে এই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল, তা এখনও পরিষ্কার নয়।

    স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনাটি শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণ মান নিয়ে নতুন প্রশ্ন তুলছে। নেতাজি নগরের ৯৯ ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনীর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

    স্থানীয়দের অভিযোগ, ওই ফ্ল্যাটে আগে ফাটল দেখা দিয়েছিল এবং তখনই পুরসভা বাসিন্দাদের সরিয়ে নেয়। তবে পরে আবার বাসিন্দারা ফ্ল্যাটে ফিরে গিয়ে বসবাস করতে থাকেন। স্থানীয়দের দাবি, এই ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি হয়নি। পুরসভা ওই অঞ্চলে তিন তলা ফ্ল্যাট বানানোর অনুমতি দিয়েছিল, কিন্তু অভিযোগ, চার তলা ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল, যা পুর বিধির পরিপন্থী।

    গত বছরের ১৭ মার্চ গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে, যেখানে ১৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় তদন্তে উঠে আসে, বাড়িটি বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল এবং তদারকিতে গাফিলতি ছিল। পুরসভা তিন ইঞ্জিনিয়ারকে শো-কজ নোটিস দেয় এবং পরে তাঁদের সাসপেন্ডও করা হয়। যদিও জানুয়ারিতে তাঁদের কাজে ফিরিয়ে আনা হয়। তবে গার্ডেনরিচের ঘটনা থেকে শিক্ষা না নেওয়ার অভিযোগে স্থানীয়রা হতাশ। এখন এই নতুন ঘটনায় পুরসভা এবং নির্মাণ সংক্রান্ত নিয়ম-নীতি নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

     
  • Link to this news (আজ তক)