পূর্ব বর্ধমানে পুলিসের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, ধৃত ১
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের দেওয়ানডিহিতে প্রচুর মাদক উদ্ধার করল পুলিস। আজ, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানডিহি থানার পুলিস বিশেষ অভিযান চালায়। এলাকায় রেল লাইনের পাশে একটি চারচাকা গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। ধৃতের নাম সঞ্জয় রাহা। সে বীরভূমের বাসিন্দা। গাড়িটি থেকে প্রায় ৭১.৯০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। উদ্ধার হয়েছে ১১ প্যাকেট গাঁজাও। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, কোচবিহারের মাথাভাঙা থেকে এই মাদক বর্ধমান পাচার করা হচ্ছিল। তবে সঞ্জয় একাই না কি এর নেপথ্যে কোনও চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আজ, মঙ্গলবার সঞ্জয়কে বর্ধমান আদালতে হাজির করানো হবে বলে পুলিস সূত্রে খবর।