• তদন্তের অছিলায় মহিলাকে বাড়িতে ডেকে 'ধর্ষণ', পুলিসের এসআইকে জেলে পাঠাল আদালত
    ২৪ ঘন্টা | ১৪ জানুয়ারি ২০২৫
  • প্রদ্য়ুত্ দাস: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিসের এসআইয়ের জামিন নাকচ হয়ে গেল। মঙ্গলবার শুনানির পর ওই এসআইকে জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ির আদালত। অভিযোগ অস্বীকার করে ওই এসআইয়ের দাবি, তিনি নির্দোষ। এদিন অভিযুক্ত এসআইকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

    গত শুক্রবার রাতে সুব্রত গুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা শুভশ্রী মোদক। অভিযোগ পত্রে তিনি লেখেন তন্দন্তের অছিলায় তাঁকে রাজগঞ্জে ডেকে নেন সুব্রত গুণ। এরপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থাতেই তিনি রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তিনি শিলিগুড়ি হাসপাতালে ভর্তী হন।

    পুলিস সুত্রে খবর, শিলিগুড়ি মহিলা থানার তরফে মহিলার অভিযোগটিকে জিরো এফআইআর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করা হয়। এরপর সুব্রত গুণকে জলপাইগুড়ি পুলিস লাইনে ক্লোজ করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়।

    মঙ্গলবার তাকে গ্রেফতার করে জলপাইগুড়ি মহিলা থানার পুলিস। তাকে পাঠানো হয় জলপাইগুড়ি আদালতে। আদালতে নিয়ে যাওয়ার সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন সুব্রত গুণ।

    সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানান, অভিযুক্ত পুলিশ আধিকারিকের হয়ে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষ শোনার পর তার জামিন নাকচ করে দেয়। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

  • Link to this news (২৪ ঘন্টা)