খাস কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতল! তুমুল আতঙ্ক বাঘাযতীনে
প্রতিদিন | ১৪ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ফের ভাঙল বহুতল! মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ল। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে গিয়েছে। তবে আপাতত হতাহতের কোনও খবর নেই। অভিযোগ, আবাসনে মেরামতি কাজ চলছিল। তখনই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পুরসভার বিল্ডিং বিভাগের লোকজন পৌঁছে গিয়েছেন। রয়েছেন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করবে পুরসভা।
Link to this news (প্রতিদিন)