রক্ষকই ভক্ষক! ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার খোদ পুলিশ অফিসার, জলপাইগুড়িতে চাঞ্চল্য
প্রতিদিন | ১৪ জানুয়ারি ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি: রক্ষকই ভক্ষক! ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক পুলিশ অফিসার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলায়। লিখিত অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুব্রত গুণকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা এক মহিলা ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ওই মহিলার অভিযোগ, একটি মামলার জন্য তাঁকে রাজগঞ্জে ডেকে পাঠিয়েছিলেন সেকেন্ড অফিসার সুব্রত গুণ। তাঁকে জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে মানসিক চাপ দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার ওই মহিলা শিলিগুড়ি মহিলা থানায় ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
শিলিগুড়ি থেকে সেই অভিযোগ, জলপাইগুড়ি মহিলা থানায় পাঠানো হয়। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছিল জেলা পুলিশ-প্রশাসন। রাজগঞ্জ থানার ওই সেকেন্ড অফিসারকে প্রথমেই ‘ক্লোজ’ করে তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়। আজ সোমবার সকালে সুব্রত গুণকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ সামনে আসায় জোর গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশ সাধারণ মানুষের রক্ষার জন্য রয়েছে। সেই পুলিশ কিভাবে এমন কাজ করতে পারে? সেই প্রশ্ন উঠছে। জেলা পুলিশের ভাবমূর্তিতেও আঘাত লাগতে পারে। এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
পুলিশ তদন্তের স্বার্থে এই বিষয়ে এখনই কিছু বলতে চাইছে না। অন্যান্য কর্মীরাও মুখে কুলুপ এঁটেছেন।