• ‘রাত দখল ঐক্যমঞ্চের’ মিছিলে অনুমতি দিল না লালবাজার, সিদ্ধান্তে অনড় উদ্যোক্তারা
    হিন্দুস্তান টাইমস | ১৪ জানুয়ারি ২০২৫
  • আরজি কর হাসপাতালের ঘটনায় ‘‌রাত দখল’ করতে দেখা গিয়েছিল ‘রাত দখল ঐক্যমঞ্চের’ আন্দোলনকারীদের। তাতে রাতের শহর গমগম করে উঠেছিল। এবার আবার নানা দাবি নিয়ে মিছিল করতে চায় তাঁরা। কিন্তু এক্ষেত্রে পুলিশের অনুমতি মিলল না। আগামী ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রাত দখল ঐক্যমঞ্চ’–এর পক্ষ থেকে নানা দাবিকে সামনে রেখে একটি মিছিলের ডাক দেওয়া হয়। কলকাতায় ওয়েলিংটন স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হওয়ার কথা। যা রানি রাসমণি রোড পর্যন্ত ওই মিছিল যাবে।

    এখন আবার রাজ্য–রাজনীতিতে সরগরম করা খবর হয়েছে—স্যালাইন কাণ্ড। যা নিয়ে ইতিমধ্যেই সিআইডি তদন্ত জারি করেছে রাজ্য সরকার। তাতে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ফেঁসে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যার জন্য ইতিমধ্যেই বিরোধী দলনেতা বলতে শুরু করেছেন, জুনিয়র ডাক্তারদের বলির পাঁঠা করার চেষ্টা হচ্ছে। এই আবহে ‘রাত দখল ঐক্যমঞ্চের’ মিছিলের দাবি বেশ তাৎপর্যপূর্ণ। এই মিছিল থেকে একটি দাবি–সনদ নিয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি দল নবান্নে যাবেন বলে ঠিক হয়েছে। তাই এই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে ই–মেল করা হয়। কিন্তু মঞ্চের উদ্যোক্তাদের পক্ষ থেকে শতাব্দী দাসের দাবি, কলকাতা পুলিশ সেই মিছিলের অনুমতি দিতে অপারগ বলে জানিয়ে দিয়েছে।


    এখন আর আরজি কর হাসপাতালের ঘটনার সেই রেশ নেই। আর আগামী ১৬ তারিখ গঙ্গাসাগর মেলা শেষ করে পুণ্যার্থীরা বাড়ি ফিরবেন। তাই কোনও মিছিল হলে বিপাকে পড়বেন সাধু–সন্ত থেকে সাধারণ মানুষ। যদিও শতাব্দী দাস বলেন, ‘পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য এই রাস্তায় মিছিল করলে সমস্যা হতে পারে। এমনই একটি অভিযোগ নাকি পুলিশের কাছে এসেছে। তাই তারা আমাদের আবেদনে সাড়া দিতে পারছে না।’ এই কথা জানার পরই আইনজীবীদের পরামর্শও নেওয়া হয়েছে বলে শতাব্দী জানান।

    আরজি কর হাসপাতাল কাণ্ডের মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। শিয়ালদা কোর্টে সমস্ত সওয়াল–জবাব থেকে শুরু করে সাক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। আগামী ১৮ তারিখ রায় ঘোষণার দিন। আর সিবিআই তদন্ত চলছে। তাই এখন আর এমন মিছিল প্রাসঙ্গিক নয় বলেও মনে করে পুলিশ। এই মিছিল করার ক্ষেত্রে দাবি রাখা হয়েছিল, আরজি কর হাসপাতালের ধর্ষণ–খুনের ঘটনায় যাবতীয় তথ্য সামনে আনা, অন্যান্য চাপা পড়ে থাকা যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগগুলির আবার তদন্ত শুরু করা, ট্রান্সজেন্ডার এবং মহিলাদের জন্য সারা রাত খোলা নিরাপদ শৌচালয়ের ব্যবস্থা–সহ অনেক কিছু। যদিও তাতে ‘‌না’‌ বলে দিয়েছে লালবাজার। তাই শতাব্দীর বক্তব্য, ‘ওই দিন নির্দিষ্ট সময়ই মিছিল হবে।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)