আর কয়েকটা দিনের অপেক্ষা। এর পরই মাত্র ১১ মিনিটে শিয়ালদহ থেকে হাওড়া! এর আগে গঙ্গার নীচে মেট্রো চালিয়ে নজির গড়েছে কলকাতা মেট্রো। এ বার নয়া নজিরের পথে। শিয়ালদহ থেকে মেট্রো পথে হাওড়া ময়দান জুড়ে গেলে রাজ্যের তো বটেই, দেশের দুই অতি গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ১১ মিনিট।
এই নতুন করিডরে অত্যাধুনিক কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিগন্যালিং সিস্টেম রাখা হচ্ছে। ফেব্রুয়ারি থেকে এই সিগন্যালিং নিয়েই শেষ মুহূর্তের কাজ হবে বলে মেট্রো সূত্রে খবর।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এই কাজের জন্যই গ্রিন লাইনে টানা দেড় মাস পুরোপুরি মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ— সম্পূর্ণ রুটেই মেট্রো বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
সিবিটিসি সিগন্যালিং সিস্টেম কলকাতা মেট্রোয় প্রথম বার। সর্বোচ্চ সেফ্টি স্ট্যান্ডার্ডের সঙ্গে অটোমেটেড ট্রেন অপারেশনই এই সিগন্যালিং সিস্টেমের বিশেষত্ব। এই ব্যবস্থা চালু হলে মহানগরের গণপরিবহণের চেহারাটাই বদলে যাবে বলে মত বিশেষজ্ঞদের।
শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন অবধি প্রতি ৫০ সেকেন্ডে একটা করে বাতানুকূল বাস চললে, যাত্রীরা যে সুবিধা পেতেন। শিয়ালদহ-হাওড়া মেট্রো চালু হলে সেই পরিষেবাই পাওয়া যাবে বলে মেট্রো সূত্রে খবর। হাজার হাজার যাত্রীর কাছে শিয়ালদহ থেকে হাওড়ার দূরত্ব হবে মাত্র ১১ মিনিট।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্যে গ্রিন লাইনে এখন দু’টি সেকশন। গ্রিন লাইন-১, যা সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি। গ্রিন লাইন-২, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি। শিয়ালদহ-হাওড়া ময়দানে মেট্রো চালু হলে, একটিই রুট হবে, যা গ্রিন লাইন। এই গ্রিন লাইন হবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান।