হরেক কিসিমের মেলা বসে বাংলায়। রথের মেলা, পৌষমেলা, বইমেলা, ফুলের মেলা তো বাঙালির বড্ড চেনা। কিন্তু এমন বহু মেলা আছে, যা নামেই চমকে দিতে পারে। সেই সব মেলার জন্য বছরভর মুখিয়ে থাকেন সেখানকার মানুষজন। ফি বছর এরকমই এক মেলা বসে হুগলির জাঙ্গিপাড়ায়। আলুর দমের মেলা। শুনেই চমকে যেতে পারেন অনেকে। কিন্তু এটাই সত্যি।
প্রতি বছর পৌষ সংক্রান্তিতে জাঙ্গিপাড়ায় জান্দায় বসে আলুর দমের মেলা। যে মেলা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। নাম শুনেই বোঝা যাচ্ছে, এ মেলায় জিভে জল আনা আলুর দমের স্বাদ পান ঘুরতে আসা লোকজন।
এ মেলা কবে থেকে শুরু হয়েছে, তা স্পষ্ট করে বলতে পারছেন না এলাকার লোকজন। তবে জানান, বেশ কয়েক দশক ধরেই মকর সংক্রান্তিতে এই মেলা বসে।
এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। মকর সংক্রান্তির দিন বহু মানুষ দামোদরে পুণ্যস্নান করেন। সেই স্নান সেরে মেলায় এসে আলুর দম, মুড়ি খান। শুধু তাই নয়, অনেকে এমনিও মেলায় আসেন ঘুরতে। বাড়ি থেকে মুড়ি, আলুর দম নিয়ে আসেন তাঁরা। মাঠে বসে সকলে মিলে খাওয়া দাওয়া করেন।
অনেকে আবার মেলায় আলুর দম এনে বিক্রিও করেন। রীতিমতো ওজন করে বিক্রি করেন তা। এ ছাড়া আরও বিভিন্ন রকমের দোকান বসে এই মেলায়। বেতের বোনা ধামা কুলো, বাঁশের তৈরি ঝুড়ি বিক্রি হয়। বাচ্চাদের জন্য বসে নাগরদোলা।
রাজবলহাট-১ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান জয়দীপ শীল জানান, এখানে ২০০ বছরের পুরোনো পীরের মেলা হয়। সেই মেলার পাশাপাশি মকর সংক্রান্তিতে গঙ্গার আরাধনা করা হয়। পাশাপাশি দুই সম্প্রদায়ের মানুষের উদ্যোগে এই মেলা এখন মিলন মেলা, যা সম্প্রীতির কথা বলে।