• বিচার ব্যবস্থার উপর আমার পুরো ভরসা রয়েছে, সত্য একদিন সামনে আসবে: পার্থ
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৫
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় সাড়ে তিন বছর পরে শুরু হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচার পর্ব। মঙ্গলবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে বিচার শুরু হয়েছে। এ দিন রুদ্ধদ্বার আদালত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আইনজীবীদের একাংশ জানান, এ দিন পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন, 'বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। সত্য একদিন সামনে আসবে।’

    উল্লেখ্য, ইডি-র এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শর্ত সাপেক্ষে মিলেছে সেই জামিন। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন শুধু এই মামলায়। তার আগেই চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে এবং সাক্ষীদের বয়ান নিতে হবে। 

    সর্বোচ্চ আদালতের সেই নির্দেশে চার্জ গঠন হয়ে গিয়েছে। এ বার সাক্ষ্যগ্রহণও শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারের পর অবশ্য তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই সময়েই তাঁর ‘ঘনিষ্ঠ’  হিসেবে পরিচিত অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা এবং গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। গ্রেপ্তার করা হয়েছিল অর্পিতাকেও। কিছুদিন আগে এই মামলাতে জামিন পেয়েছেন অর্পিতাও। 

    ইডির অভিযোগ, দুর্নীতি চক্রের চাঁই পার্থ চট্টোপাধ্যায়। যদিও বারবার সেই দাবি খারিজ করে পার্থর দাবি, তিনি নির্দোষ।

  • Link to this news (এই সময়)