দেবাশিস দাস
কলকাতায় হেলে পড়া সেই বাড়ি ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। বিকালের পর থেকেই ক্রেন এনে তা ভাঙার কাজ শুরু হয়। আর তার জন্য আশেপাশের একাধিক বাড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে মঙ্গলবার একটি বহুতল পুরোপুরি পাশের বাড়ির দিকে হেলে যায়। চারতলা ওই ফ্ল্যাটের নীচের অংশ ভেঙেও যায়।
যে এলাকায় এই বহুতল বিপর্যয় ঘটেছে, একেবারে ঘিঞ্জি এলাকা। ফলে ক্রেন ঢুকতে সমস্যা হচ্ছিল। সূত্রের খবর, আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটলেও ক্রেন ঢুকতে প্রায় সন্ধ্যা ৬টা বেজে যায়। যে হেতু একেবারে গায়ে গায়ে সব বাড়ি, তাই প্রায় ৪-৫টি বাড়ি ফাঁকা করে তার পর ভাঙার কাজ শুরু করতে হয়।
যে বহুতলে এই ঘটনা ঘটেছে, সেটি ১০-১২ বছরের বেশি পুরোনো নয়। চারতলায় আটটি পরিবারের থাকার ব্যবস্থা আছে। এলাকার লোকজনের অভিযোগ, ফ্ল্যাটটি বেশ কয়েক দিন ধরেই হেলে ছিল। যে কারণে প্রোমোটার সুভাষ রায়কে বাসিন্দারা জানান। এর পরই ফ্ল্যাট ফাঁকা করে কাজ শুরু হয়।
যাদবপুরের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবব্রত মজুমদারের কথায়, ‘প্রোমোটারকে পুলিশ খুঁজছে। বাড়িওয়ালাকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে।’ অন্যদিকে তৃণমূলের স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় জানান, এই বাড়ি যখন তৈরি হয়েছিল, তিনি তখন ৯৭ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আরএসপির দেবাশিস মুখোপাধ্যায় কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডে। তাই উনিই সবটা বলতে পারবেন। যদিও পাল্টা প্রাক্তন কাউন্সিলরের দাবি, এই ফ্ল্যাট বাম আমলে নয়, এই সরকারের আমলেই।