মকর সংক্রান্তিতে অজয়ে পুণ্যস্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। মঙ্গলবার দুর্গাপুরের কাঁকসার শিবপুরে এই ঘটনা ঘটেছে। এ দিন দুপুরে টালিগঞ্জ থেকে চার বন্ধু কাঁকসার শিবপুরের অজয় নদে স্নান করতে আসে। নদের ধারে জামা প্যান্ট ছেড়ে গামছা পরে জলে নামে চার বন্ধু। সে সময় আরও অনেকেই স্নান করছিলেন।
অভিযোগ, হঠাৎই দুই কিশোর তলিয়ে যায়। পরিবার সূত্রে খবর, তারা সাঁতার জানত না। কোনও ভাবে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পৌঁছয় উদ্ধারকারী দলও। তবে শেষ পাওয়া খবর অবধি, কিশোরদের খোঁজ মেলেনি।
পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর ও বীরভূমের জয়দেব কেঁদুলির মাঝ দিয়ে বয়ে গিয়েছে অজয়। পৌষ সংক্রান্তির সকালে অনেকেই শিবপুরের ঘাটে পুণ্যস্নানে আসে। নিখোঁজ দুই কিশোরের সঙ্গে ছিল দেবাশিস সান্যাল নামে এক কিশোর। তার দাবি, দামোদরে স্নান করতে যাবে বলে ঠিক করেছিল তারা। পরে ঠিক হয় জয়দেবের মেলায় যাবে। সেই মতো অজয়ে স্নান করতে নামে। তাতেই ঘটে বিপত্তি।