• প্রকাশ্যে অশ্রাব্য গালিগালাজ, তৃণমূল নেতাকে গুলি করে খুনের হুমকি, গ্রেপ্তার যুবক...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে গুলি করতে পারে। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ গ্রেপ্তার করল রাজা মণ্ডল নামে এক যুবককে। অভিযুক্তর বাড়ি গোপালপুর ২ অঞ্চলের নেটোর আটি গ্রামে। তার বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন গোপালপুর ২ অঞ্চল সভাপতি বাকবুল ইসলাম। 

    বাকবুলের অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়ির সামনে রাজা নামে ওই যুবক তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজের সঙ্গে গুলি করে খুন করার হুমকি দেয়। যুবক একটি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এরপর বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে চলে আসেন অন্যান্য তৃণমূল কর্মীরা। তাড়া করে রাজাকে ধরে ফেলেন তাঁরা। খবর দেওয়া হয় হাড়োয়া পুলিশকে। পুলিশকর্মীরা রাজাকে তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করেছে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তার পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। আতঙ্কিত বাকবুল বলেন, তিনি খুবই আতঙ্কিত। 

    যদিও এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা পলাশ সরকার বলেন, 'এটা ওই তৃণমূল নেতার একটি পরিকল্পনা। দেহরক্ষী পাওয়ার জন্য তিনি এই নাটক করেছেন। স্থানীয় সিপিএমের তরফেও অভিযোগ করে বলা হয়েছে, টাকা পয়সা সংক্রান্ত গোলমালের জেরে এই ঘটনা ঘটেছে।
  • Link to this news (আজকাল)