• চন্দননগর কমিশনারেটের ধাঁচে হুগলি গ্রামীণ পুলিশেও চালু হল ডিজিটাল মালখানা ...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: তদন্তের স্বার্থে বছরের বিভিন্ন সময়ে নানা মামলায় একাধিক জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয় টাকা, গয়না থেকে আগ্নেয়াস্ত্র, বিভিন্ন দামি জিনিসপত্র। অনেক ক্ষেত্রে মাদকও উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা মামলা সংক্রান্ত যাবতীয় জিনিসপত্র যত্নসহকারে রাখার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট থানার পুলিশের। তাই কেস নম্বর দিয়ে সমস্ত জিনিসকে যত্ন করে মালখানায় রেখে দেওয়া হয়। কারণ মামলার প্রয়োজনে বাজেয়াপ্ত করা সেই সামগ্রী আদালতে পেশ করতে হয়। ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাজেয়াপ্ত করা জিনিস থানায় রীতিমতো রেজিস্টার অনুযায়ী সংরক্ষণ করা হয়। অতীতে পুলিশ যে সব জিনিস বাজেয়াপ্ত করত, তা মালখানায় রাখা থাকত। অনেক সময় মালখানার দায়িত্বে থাকা কর্মী পরিবর্তন হলে অথবা নানা কারণে প্রয়োজনে প্রয়োজনীয় সেই জিনিসের খোঁজ মিলত না। এবারে খুব সহজেই বারকোড প্রযুক্তি ব্যবহার করে সেই সমস্যার সমাধান করা হয়েছে। 

    এবারে যেকোনও বাজেয়াপ্ত করা জিনিস ভাল করে প্যাকিং করে তার উপর বারকোড লাগানো হচ্ছে। পরবর্তী সময়ে বার কোড স্ক্যান করলে, ওই মামলায় কী কী বাজেয়াপ্ত করা হয়েছে, তা কোথায় রয়েছে, সহজেই পাওয়া যাবে। এই ব্যবস্থা গোটা দেশের মধ্যে প্রথম এবং সব থেকে ভাল ভাবে প্রয়োগ করেছে চন্দননগর পুলিশ। তাই তারা প্রথম পুরস্কার পেয়েছে। গত  ৩ এবং ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে ই-গভর্ন্যান্সের ২৭তম জাতীয় সম্মেলনে হয়। সেখানেই এই পুরস্কার পায় চন্দননগর পুলিশ কমিশনারেট। 

    এবারে চন্দননগর পুলিশের ধাঁচে হুগলি গ্রামীণ পুলিশও ডিজিটাল মালখানা চালু করল। মঙ্গলবার পোলবা থানায় ডিজিটাল মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিরকার, ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সি। এদিন পুলিশ সুপার বলেছেন, পোলবা থানার ওসি নাজিরুদ্দি আলি দু'মাস হল নিযুক্ত হয়েছেন। তিনি ছোটো ছোটো করে অনেক কিছু করার চেষ্টা করছেন। তার মধ্যে একটি হল ডিজিটাল মালখানা। চন্দননগর পুলিশ মালখানার মালকে সংরক্ষণ করা এবং সহজে খুঁজে পেতে ডিজিটাল ব্যবস্থা করেছে। তার মতো করেই পোলবা থানায় মালখানা ডিজিটাল করা হল। হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত অনেক গুলি থানা রয়েছে। আগামী দিনে সব থানাতেই এই ব্যবস্থা চালু হবে। ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)