• জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • অতীশ সেন, ডুয়ার্স:  জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার হলেন। জানা গিয়েছে জলপাইগুড়ি রাজগঞ্জ থানায় কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর সুব্রত গুনের  বিরুদ্ধে শিলিগুড়ির বাসিন্দা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতা মহিলার‌ অভিযোগ, একটি মামলার তদন্তের অছিলায় থানার অদূরে বাড়িতে ডেকে বিগত শুক্রবার তাকে ধর্ষণ করেছেন পুলিশ অফিসার সুব্রত গুণ।

     

     বিষয়টি নিয়ে ওই রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়। এরপর মঙ্গলবার অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। যদিও অভিযুক্ত পুলিশ অফিসারের নিজেকে নির্দোষ বলে দাবি করে জানান  তাকে ফাঁসানো হয়েছে।

     

    গত শুক্রবার রাতে সুব্রত গুনের  বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা এক মহিলা। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে রাজগঞ্জ থানার এসআই সুব্রত গুনকে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করেন। একপ্রকার সংবাদমাধ্যমের নজরে এড়িয়ে তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল। তদন্তে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যাওয়ায় অভিযুক্ত পুলিশ অফিসারকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (আজকাল)