• ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: বাড়ির অদুরেই পেটে ছুরির আঘাত। যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য রিষড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টা নাগাদ, মৃতের নাম অভিষেক পাশোয়ান । ২২ বছর বয়স তার। বাড়ি সন্ধ্যা বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড সুগলি গলিতে ছুরিকাহত হন ওই যুবক।

     

     

    তারপর কোনওরকমে কিছুটা গিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে সেখান থেকে তুলে টোটো করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। কি কারনে যুবককে ছুরি মেরে খুন, ঘটনার তদন্ত শুরু করেছে রিষড়া থানার পুলিশ।

     

     

    এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেছেন, ঠিক কোথায় অভিষেককে ছুরি মারা  হয়েছে তিনি জানেন না। বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান পাড়ার রাস্তায় পড়েছিল। পেটে গভীর ক্ষত ছিল। ছুরি দিয়ে মারা হয়েছিল। তিনি এবং স্থানীয় কয়েকজন পেটে কাপড় বেঁধে অভিষেককে টোটো করে হাসপাতালে নিয়ে যান। মৃত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে স্থানীয় একজনের জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে দেওয়া হয়েছিল অভিষেককে। সেদিনই তার মোবাইল চুরি হয়েছিল। সেই বিষয় নিয়ে ছোটু নামে এক জনের সঙ্গে অভিষেকের খুব ঝামেলা হয়েছিল।
  • Link to this news (আজকাল)