• পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ১৪ ওষুধ ব্যবহার করা যাবে না, নির্দেশ রাজ্যের
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
  • স্যালাইনকাণ্ডের জের। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার্স ল্যাকটেট আগেই নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। এবার সেই সংস্থার আরও ১৩ ওষুধকে নিষিদ্ধ করা হল। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। 

    জানা গিয়েছে, কোনও হাসপাতাল বা মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মোট ১৪ ওষুধ ব্যবহার করতে পারবে না। যে ওষুধ মজুত রয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে। বিকল্প হিসেবে প্রয়োজন মতো বাইরে থেকে ওষুধ কিনে আনবে। এই নির্দেশও পৌঁছে গিয়েছে স্বাস্থ্য আধিকারিকদের কাছে। 

    পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে ওষুধগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হল - সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন ০.৪৫ শতাংশ সঙ্গে ডেস্কট্রোস ৫ শতাংশ পলিপ্রপেলিন বটল ইন, সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯ শতাংশ নর্মাল, সোডিয়াম ক্লোরাইড ০.৯ শতাংশ + ডেস্কট্রোস ৫ শতাংশ ইঞ্জেকশন আইপি, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন, সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯ শতাংশ, পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন, প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি, ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০% এমওএসএম/লিটার ৬৫০ মিলি হাইপারটনিক, লেভোফ্লক্সিসিন ইনফিউশন ৫ এমজি/মিলিগ্রাম ১০০ মিলি, মানিনটোল ইনফিউশন আইপি ২০%- ১০০ মিল, অফ্লাক্সিন ইনফিউশন ২০০মিলিগ্রাম/১০০ মিলি, ডেস্কট্রোস সলিউশন আইপি ৫ শতাংশ,
    রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইপি ইঞ্জেকশন, রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন। 


    প্রসঙ্গত, কয়েকদিন আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়েছিলেন ৫ প্রসূতি। তাঁদের নিম্নমানের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। ৫ জনের মধ্যে একজনের মৃত্যু হয়। আরও তিনজন অসুস্থ। সেই ঘটনার পর থেকে স্বাস্থ্য় দফতরের দিকে আঙুল উঠতে শুরু করেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। সঙ্গে বিভাগীয় তদন্তও চলছে। 
     

     
  • Link to this news (আজ তক)