পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ১৪ ওষুধ নিষিদ্ধ, মেদিনীপুর কাণ্ডের জের?
প্রতিদিন | ১৫ জানুয়ারি ২০২৫
অভিরূপ দাস: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্য়ুর জের! পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ১৪টি ওষুধ নিষিদ্ধ করল স্বাস্থ্যদপ্তর। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করল সংশ্লিষ্ট দপ্তর। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়?
এই ওষুধগুলি এতদিন সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সরবরাহ করত। জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে এই ওষুধ মজুত থাকলেও তা ব্যবহার করা যাবে না। বিভিন্ন ওয়ার্ড থেকে এখনই এই ওষুধ সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এবার থেকে তালিকার প্রথম সাতটি ওষুধ অন্য সংস্থা সরবরাহ করবে। স্বাস্থ্যদপ্তর নির্দেশ দিয়েছে, বাকি ৭টি ওষুধ বাইরে থেকে কিনতে হবে হাসপাতালগুলিকে। প্রয়োজনীয় অর্থ দেবে স্বাস্থ্যদপ্তর।