• 'মানুষ পটবে কী করে?' কাকে খোঁচা দিলেন দেবাংশু!
    হিন্দুস্তান টাইমস | ১৫ জানুয়ারি ২০২৫
  • আসরে নামলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এক্স হ্যান্ডেলে তাঁর নিশানায় সিপিএম। তিনি লিখেছেন মানুষ পটবে কী করে? সিপিএম তো নিজেই Red Flag! রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ৩৪ বছর ধরে রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। তারপর ক্ষমতার সেই সূর্য আজ অস্তমিত। কার্যত শূন্য। সেই শূন্য সিপিএমকে নিশানা করছেন দেবাংশু।

    তবে এক্স হ্যান্ডেলে তিনি এই পোস্ট করতেই পালটা খোঁচাও এসেছে পুরোদমে।

    এক নেটিজেন লিখেছেন, খুব ভালো বলেছেন। কিন্তু বিষাক্ত স্য়ালাইন এর জন্য যে এক প্রসূতি মারা গেলেন তা নিয়ে কিছু বললেন না তো। মালিকপক্ষ বারণ করেছে? তোমার মতো অসভ্য, মেরুদণ্ডবিহীন ও হেরো মানুষের কাছে ভালো কিছু আশা করা এক প্রকার মুর্খামি। একজন লিখেছেন ভালোবাসার রঙ তো লাল। না পটার কী আছে…

    অপর এক নেটিজেন লিখেছেন, গ্রিন ফ্ল্যাগ আছে মানে খুল্লম খুল্লা চুরি জালিয়াতি কাটমানি সিন্ডিকেট।

    অপর একজন লিখেছেন, ওই…স্যালাইনগুলো কি সিপিএমের সময় বানানো নাকি?

    কার্যত দেবাংশুকে পালটা নিশানা করছেন নেটিজেনদের একাংশ। তবে এর বিপরীত ছবিও রয়েছে। অনেকেই দেবাংশুর কথায় সায়ও দিয়েছেন।

    এর আগে উপনির্বাচনে ফের পরাজিত সিপিএমকে খোঁচা দিয়ে দেবাংশু বলেছিলেন, ‘সিপিএম আর বিজেপি মিলে ১৫০ গ্রাম ভোট পেয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)