নবগ্রামে পোলট্রি ফার্মে আগুন, মৃত্যু দুই হাজার মুরগির, চাঞ্চল্য এলাকায়
বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, লালবাগ: সোমবার গভীর রাতে নবগ্রাম থানার মাঝিগ্রামের আদিবাসী পাড়ায় আগুনে পুড়ে একটি পোলট্রি মুরগির ফার্ম ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে বহরমপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিবাসী পাড়ায় পাশাপাশি কয়েকটি পোলট্রি মুরগির ফার্ম রয়েছে। ওইদিন গভীর রাতে আচমকাই একটি ফার্মে আগুন লেগে যায়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই তারা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি নবগ্রাম থানা ও বহরমপুর দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভালেও ফার্মের সব মুরগি পুড়ে মারা যায়। ফার্মের মালিক গোলক মণ্ডল বলেন, প্রায় দুই হাজার মুরগি ছিল। আগুনে পোলট্রি ফার্মটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিন লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতি হয়েছে। নবগ্রাম থানার এক পুলিস আধিকারিক বলেন, দমকলের ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর ফলে পাশের ফার্মগুলিতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যেত। বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান।