সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বাঘন এলাকার নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অপহরণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃত সনু মণ্ডলের (২২) বাড়ি নদীয়া জেলার ধবাইল এলাকায়। মঙ্গলবার সকালে নদীয়া থেকে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানোর পাশাপাশি যুবককে গ্রেপ্তার করা হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকার সঙ্গে যুবকের পরিচয়। চলতি মাসের ৬ তারিখ নাবালিকা ওই যুবকের কাছে চলে যায়। মোবাইল লোকেশন দেখে উদ্ধার করা হয় নাবালিকাকে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।