সংবাদদাতা, বালুরঘাট: শ্রমিক নয়, নয়া কৌশলে ড্রেজার নামিয়ে বালি তুলে অবাধে পাচার করা হচ্ছে কুমারগঞ্জে। অভিযোগ, আত্রেয়ীর বুক থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিন থেকে চারটি পাম্প মেশিন দিয়ে নদীর মাঝখান থেকে প্রতিদিন বালি উত্তোলন করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও তার তীরবর্তী এলাকা। কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। কুমারগঞ্জ ভূমি দপ্তরের আধিকারিক ভিক্টর সাহা বলেন, নদী থেকে বালি তোলা বন্ধ করতে আমরা সবসময় চেষ্টা করি। মাঝেমধ্যেই অভিযান চালিয়ে জরিমানা করা হয়। মেশিন লাগিয়ে নদী থেকে বালি উত্তোলন করা যায় না। দ্রুত কড়া ব্যবস্থা নেব।
স্থানীয়দের দাবি, কুমারগঞ্জ থানার দাউদপুর, কুলহরি, চাদগঞ্জ এলাকায় আত্রেয়ী নদী থেকে দিনরাত বালি চুরি করছে মাফিয়ারা। মূলত নৌকা নিয়ে শ্রমিকরা নদী থেকে বালি কেটে থাকে। এখন অত্যাধুনিক পদ্ধতিতে বড় বড় পাম্প সেট লাগিয়ে ড্রেজার মেশিন দিয়ে কুমারগঞ্জের একাধিক এলাকায় বালি চুরি শুরু হয়েছে। শ্রমিক লাগিয়ে সারাদিন যতটা বালি তোলা যায়, ড্রেজার মেশিন দিয়ে সেই কাজই হয় এক ঘণ্টায়। তাই নৌকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প সেট লাগানো হচ্ছে। নদীর মাঝখানে যেখানে বালির স্তর রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই নৌকা। পাম্পের পাইপ নদীর বক্ষে ঢুকিয়ে দিলে উঠে আসছে জল মিশ্রিত বালি।
এভাবেই প্রচুর পরিমাণে বালি মজুত করে ট্রাক্টরে পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। দিনের পর দিন এভাবে অনিয়ম চললেও কেন অভিযান চালানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।