• বালুরঘাটে ডাঙ্গি ফরেস্টে আত্রেয়ীর পাড় বাঁধাইয়ে উদ্যোগী সেচদপ্তর
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পতিরাম: ক্রমশ ভাঙছে বালুরঘাটের আত্রেয়ী নদীর ধারে অবস্থিত ডাঙ্গি ফরেস্টের পাড়। পাড় ভেঙে বড় বড় গাছগুলি নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, প্রতি বছর ভাঙন হচ্ছে ডাঙ্গি ফরেস্টে। বর্তমানে ফরেস্টের গাছগুলি অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে। এদিকে প্রতি বছরই নদীর পাড় ভেঙে যায়। কিন্তু সেই এলাকায় নদীর পাড় বাঁধাই হয় না। এনিয়ে ক্ষোভ স্থানীয়দের। এবার সেই নদীর পাড় বাঁধাইয়ের জন্য উদ্যোগী হল সেচদপ্তর। দপ্তর সূত্রে খবর, ওই পাড় বাঁধাইয়ের জন্য ডিপিআর তৈরি করা হচ্ছে।


    সেচদপ্তরের বালুরঘাট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র বলেন, ডাঙ্গি ফরেস্টের সমস্যার কথা শুনেই উদ্যোগী হয়েছে সেচদপ্তর। আমরা ওই জায়গায় পাড় বাঁধাই করার জন্য ডিপিআর তৈরি করছি। স্থানীয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা বর্মন বলেন, ফরেস্টটি আমাদের অধীনেই রয়েছে। প্রতি বছর নদীর পাড় ভেঙে যাচ্ছে। গাছগুলি নদীতে চলে যাচ্ছে। তাই এই কাজের জন্য প্রশাসনের কাছে জানিয়েছিলাম। এই পাড় বাঁধাই হলে ফরেস্টটি বাঁচবে।  প্রশাসন সূত্রে খবর, ডাঙ্গি ফরেস্টে বহু গাছ রয়েছে। ওই ফরেস্টটি ভাটপাড়া পঞ্চায়েতের অধীনে রয়েছে। এক সময় এখানে ইকো ট্যুরিজম পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা থমকে গিয়েছে। প্রতি বছর ফরেস্টের গাছ ও জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা বিজয় বর্মন বলেন, এক সময় ডাঙ্গি ফরেস্টে অনেক গাছ ছিল। গাছের সংখ্যা এখন কমে গিয়েছে। এছাড়া প্রতি বছর বর্ষা এলেই ফরেস্টের বহু জমি ও গাছ নদীগর্ভে তলিয়ে যায়। ওই জায়গায় পাড় বাঁধাই হলে ফরেস্ট বাঁচবে। 


    বালুরঘাট শহর থেকে ৫ কিমি দূরে আত্রেয়ীর পাড়ে সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা ডাঙ্গি ফরেস্ট। ফরেস্টে এক সময় বহু গাছ ছিল। এখন গাছের সংখ্যা ক্রমশ কমছে। এদিকে আত্রেয়ীর পাড়েই রয়েছে বহু গাছ। বর্তমানে জায়গাটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। তাই আগামীতে ওই জায়গায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বড় প্রজেক্ট করার সম্ভাবনা রয়েছে। কিন্তু জায়গাটি নদীর একেবারেই তীরে অবস্থিত হওয়ায় ভাঙনের সমস্যা ক্রমশ তীব্র হচ্ছে। বছর বছর বহু গাছ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ফলে গাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বনভূমির আয়তনও কমছে। এনিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। তাঁরাও দ্রুত পাড় বাধাইয়ের দাবি জানিয়েছে। 
  • Link to this news (বর্তমান)