সংবাদদাতা, নকশালবাড়ি: কয়েকদিন ধরে এক বৈদ্যুতিক সামগ্রীর গোডাউনে বারবার চুরির ঘটনা ঘটেছে। সিসিক্যামেরার ফুটেজ দেখে এবার ধরা পড়ল এক দুষ্কৃতী। দোকানে আসতেই তাকে চিহ্নিত করে পুলিসের হাতে তুলে দিলেন দোকান মালিক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি বাজারে। পুলিস জানিয়েছে, ধৃত তোতারামজোতের বাসিন্দা।
পুলিস ও দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ির বাজারের ডিএনডি মোড়ে ইলেকট্রনিক সামগ্রীর একটি গোডাউন ঘর রয়েছে। সেটির ঠিক পাশের দোকানে নির্মাণ কাজ চলছে। সেই নির্মীয়মাণ অংশের ফাটল থেকে এক দুষ্কৃতী শনিবার থেকে সোমবার ভোরে সকালে পর্যন্ত চুরির উদ্দেশ গোডাউনে ঢুকে প্রতিদিন একটি করে টিভি, মিক্সার ও জলের পাম্প চুরি করে। এরপর পুরো বিষয়টি নজরে আসতেই নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক নাথুরাম বিশ্বাস। তিনি বলেন, দোকানের গোডাউন পাশের একটি দোকানে নির্মাণ কাজ চলছে। এতে আমার দোকানের কিছু অংশ ভেঙে পরপর তিনদিন একটি করে জিনিস চুরি করে অভিযুক্ত। যদিও বিষয়টি সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সোমবার বুঝতে পারি। ফের ওই যুবক দোকানের পাশে ঘুরপাক করলে তাকে হাতেনাতে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। এরপর তদন্তে নেমে রাতেই পুলিস চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে।