• সদ্যোজাতকে নিয়ে আদালতে হাজিরা জেলবন্দি বাংলাদেশির
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তখনও অশান্তির আঁচ লাগেনি পদ্মাপাড়ে। কিন্তু দেশে থেকে ঠিকমতো খাওয়া জুটছিল না বলে দাবি। কাজের খোঁজে তাই বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করে বাংলাদেশের কক্সবাজারের এক দম্পতি। মহিলা তখন কয়েকমাসের অন্তঃসত্ত্বা। সীমান্ত পেরতে গিয়েই তারা ধরা পড়ে যায় বিএসএফের হাতে। আদালতের নির্দেশে ঠাঁই হয় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানেই সম্প্রতি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ওই বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার আদালতে হাজিরার দিন ছিল। সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে জেল থেকে আদালতে আসেন ওই মহিলা।


    কক্সবাজারের ওই দম্পতির সঙ্গেই আটমাস আগে সীমান্তে ধরা পড়ে মোট সাতজন বাংলাদেশি। অনুপ্রবেশের কারণে প্রত্যেকেই জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। জেল সূত্রে খবর, গত পয়লা ডিসেম্বর কন্যাসন্তান প্রসব করেন ওই মহিলা। জেল থেকে তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। মা ও শিশুর জন্য বিশেষ ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ। শিশুটির জন্য প্যাকেট দুধ এবং মায়ের জন্য ফলের বন্দোবস্ত করা হয়েছে।


    জেল সূত্রে খবর, ওই মহিলার স্বামীও জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। গোটা সপ্তাহ আলাদা কুঠুরিতে থাকলেও, রবিবার সন্তানকে কিছুক্ষণের জন্য দেখার সুযোগ মেলে তার। এদিন আদালত থেকে ফের জেলে যাওয়ার পথে গাড়িতে ওঠার সময় মহিলা বলেন, দিল্লিতে কাজের উদ্দেশে যাচ্ছিলাম। চোরাপথে বর্ডার পেরনোর সময় ধরা পড়ে যাই। মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে চাই।
  • Link to this news (বর্তমান)