সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের উপর দিয়ে আবার কখনও বাইপাস দিয়ে ঝড়ের গতিতে ছুটছে বালি, পাথর বোঝাই ডাম্পার। কিছু গাড়ির যেমন নম্বর প্লেট নেই, তেমনই কিছু গাড়ির নম্বর প্লেট এমনভাবে লাগানো হয়েছে যা দেখা যাচ্ছে না। দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ি চিহ্নিত করাও অসম্ভব। কিছু গাড়ির আবার প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক নেই।
এমনই বেশকিছু অভিযোগ পেয়ে ময়নাগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস, হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন অভিযান চালান। ২০টি ডাম্পার আটক করা হয়। প্রতিটি ডাম্পারকে জরিমানা করেছে পুলিস।
ময়নাগুড়ি শহরের উপর দিয়ে এমনকী বাইপাস, সার্ক রোড দিয়েও দিনে রাতে প্রচণ্ড গতিতে ডাম্পারগুলি চলছে। চালক কোনও কিছুরই তোয়াক্কা করেন না বলে অভিযোগ। রাতে শহরের মধ্যে হাইবিমে (বেশি আলোয়) গাড়ি চালানোয় সমস্যায় পড়ছেন পথচারীরা। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। স্থানীয়দের অভিযোগ, ডাম্পারগুলি ওভারলোডিং করে বালি, পাথর পরিবহণ করে। ওসব নির্মাণসামগ্রী পরিবহণের বৈধতা নিয়েও প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। থানার আইসি বলেন, গাড়ির কাগজপত্র ঠিকঠাক না থাকা, ওভার লোডিং সহ বিভিন্ন কারণে ২০টি ডাম্পারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ওসি জানিয়েছেন, প্রতিটি ডাম্পারকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান লাগাতার চলবে।