• দলগাঁওয়ে দূষণের প্রতিবাদে বিক্ষোভ
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: দলগাঁও রেল স্টেশনে ডলোমাইটের সাইডিংয়ের জন্য বীরপাড়া শহরে দূষণ হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই স্থানীয়রা অভিযোগ তুলছেন। মঙ্গলবার দলগাঁও রেল স্টেশনে দূষণ খতিয়ে দেখতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন উত্তর‌-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম। পরে অবশ্য পুলিসের মধ্যস্থতায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিকও হয়ে যায়। যদিও এই বিক্ষোভ নিয়ে ডিআরএম সহ রেলের কোনও আধিকারিক মন্তব্য করতে চাননি। 


    গত ২২ বছর ধরে ভুটানের পাগলি থেকে ডলোমাইট এনে দলগাঁও রেল স্টেশনের ইয়ার্ডে জমা করা হয়। প্রতিদিন ৩০০টি ডাম্পারে ডলোমাইট আসে সেখানে। পরে রেল সেই ডলোমাইট অন্যান্য স্টেশনে সরবরাহ করে।
  • Link to this news (বর্তমান)