• ডানকুনিতে নির্মীয়মাণ সেতুর গার্ডরেল ভেঙে জখম ১ ব্যক্তি
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়ে জখম হলেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ডানকুনিতে ওই ঘটনা ঘটেছে। সেতুর কাজ চলার সময়েই গার্ডরেলের অংশবিশেষ ভেঙে পড়ে। তাতে সেতুর নীচে পাহারায় থাকা নির্মাণ সংস্থারই এক কর্মী জখম হয়েছেন। তিনি পথচলতি মানুষকে সতর্ক করার কাজে নিযুক্ত ছিলেন। ঘটনার পরপরই ওই কর্মীকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়। তাঁর আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। গার্ডরেল ভেঙে পড়ার কারণে কিছুক্ষণ ডানকুনিতে যানজট তৈরি হয়েছিল। পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল। তাই কাজ চলাকালীনই সেতুর অংশ ভেঙে পড়েছে।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার জন্য সেতু, আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছে। ডানকুনি চৌমাথার কাছেও সেতু তৈরির কাজ চলছিল। এদিন কাজ চলার সময়েই সেতুর গার্ডরেলের নির্মীয়মাণ একটি অংশ ভেঙে পড়ে। ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম বলেন, সমস্যা কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, প্রকাশ্যে নির্মাণ সংস্থার তরফে কোনও বিবৃতি মেলেনি। তবে নির্মাণসংস্থার এক কর্তা বলেন, গার্ডরেলের গাঁথুনি জমাট বাঁধার আগে খসে পড়েছিল। নির্মাণ সামগ্রীতে কোনও ত্রুটি নেই। 
  • Link to this news (বর্তমান)