সিআইএসএফের আরও ২টি নয়া ব্যাটালিয়নের অনুমোদন কেন্দ্রের
বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দেশের নিরাপত্তা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান এবং পর্যাপ্ত ফোর্সের লক্ষ্যে সিআইএসএফের (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) আরও দু’টি নতুন ব্যাটালিয়নের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগে অনুমোদন পাওয়া মহিলা ব্যাটালিয়নের সঙ্গে মিলিতভাবে কাজ করবে এই দু’টি নতুন ব্যাটালিয়ন। প্রতিটি ব্যাটালিয়নে সমস্ত পদাধিকারী মিলিয়ে ১০২৫ জন করে থাকবেন। অর্থাৎ, নতুন দু’টি ব্যাটালিয়নে যুক্ত হবেন আরও ২০৫০ জন। ফলে, নতুন কর্মসংস্থানও হবে। প্রতিটি নতুন ব্যাটালিয়নের নেতৃত্বে থাকবেন একজন সিনিয়র কমান্ড্যান্ট লেভেলের অফিসার।এই নতুন দু’টি ব্যাটালিয়ন যুক্ত হলে সিআইএসএফের শক্তি ২ লক্ষ ছুঁয়ে ফেলবে। বিমানবন্দর, শিল্প তালুক সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকে এই সিআইএসএফ। অতিরিক্ত আরও দু’টি ব্যাটালিয়ন যুক্ত হলে পর্যাপ্ত সংখ্যা হয়ে যাবে। ফলে, এক্ষেত্রে কর্মরত জওয়ানদের উপর চাপ কিছুটাও কমবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে ছুটি পাওয়ার ক্ষেত্রেও সুবিধা মিলবে।