নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) সুদের হার ৭.১ শতাংশই রইল। রাজ্য অর্থদপ্তর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই হারে সুদ ধার্য করে বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি কর্মী ছাড়াও সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী,, পুরসভা-পঞ্চায়েতের মধ্যে স্বশাসিত সংস্থার কর্মীরাও জিপিএফের আওতায় পড়েন। উল্লেখ্য, চার বছরের বেশি সময় ধরে জিপিএফে সুদের হার একই রয়েছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে ৭.১ শতাংশ হার ধার্য আছে। কেন্দ্র প্রতি তিন মাসে সুদের হার নির্ধারণ করার পর রাজ্য অর্থদপ্তরও বিজ্ঞপ্তি জারি করে।