• নিম্ন আদালতগুলির দুরবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি   
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের নিম্ন আদালতগুলির পরিকাঠামোগত দুরবস্থা নিয়ে ভরা এজলাসে ক্ষোভ উগরে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি স্পষ্ট বলেন, ‘মুখ্যসচিব, অর্থসচিবকে বারবার জানিয়েও লাভ হচ্ছে না। নিম্ন আদালতগুলিতে কাগজ, কার্টিজ কেনার টাকা দেওয়া হচ্ছে না। বিচারকরা আইনজীবীদের কাছে কার্যত ভিক্ষা করতে বাকি রেখেছেন।’ ক্ষুব্ধ প্রধান বিচারপতি আরও বলেন, ‘আর কয়েক মাস আমার কর্মজীবন রয়েছে। রাজ্যের এমন পদক্ষেপ মেনে নেব না। এবার আমাকে বিচার বিভাগীয় পদক্ষেপ করতে হবে। বিষয়টি অনেক দূর গড়িয়েছে।’ ঘটনা হল, রাজ্যের ১১টি জেলা আদালত থেকে পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ এসেছে প্রধান বিচারপতির কাছে। পরিকাঠামোগত এই সমস্যার সমাধানে আগেই রাজ্যকে নির্দেশও দিয়েছিলেন প্রধান বিচারপতি। কিন্তু কোনও নির্দেশ কার্যকর হয়নি। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোথাও বারের ঘর নেই, কোথাও বিচারকদের বসার জায়গা নেই। এছাড়াও নিম্ন আদালতগুলিতে কর্ম সংকুলান নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন প্রধান বিচারপতি। 
  • Link to this news (বর্তমান)