অরিন্দম মুখার্জী: বজবজ পুরসভায় পুষ্প প্রদর্শনীর শেষ দিনে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক প্রতিযোগীদের পুরস্কার প্রদানের মাধ্যমে বজবজ পুরসভার রজতজয়ন্তী বর্ষে অনুষ্ঠান শেষ হল। গত ১১ জানুয়ারি পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২৫ তম বর্ষে অর্থাৎ রজতজয়ন্তী বর্ষের পুষ্প প্রদর্শনী মেলা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। ১৪ জানুয়ারি পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন ছিল।
এই অনুষ্ঠানের শেষ দিনে বজবজের বিধায়ক অশোক দেব, বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্তের তত্ত্বাবধানে যে সুন্দর অনুষ্ঠান হয়েছিল চারদিন যাবত, তার শেষ দিন ছিল গতকাল। সুদূর কাকদ্বীপ থেকে এসে পুষ্প প্রদর্শনীতে তারা পুরস্কৃত হয়েছে। পাশাপাশি কলকাতা কর্পোরেশনও পুষ্প প্রদর্শন করে পুরস্কৃত হয়েছে। বজবজের আঞ্চলিক যারা পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল, তারাও পুরস্কৃত হয়েছে।
এই অনুষ্ঠানে বজবজ এলাকার জনসাধারণ নৃত্য পরিবেশন করেন। তার সঙ্গে সঙ্গীত পরিবেশন করে বজবজের অধিবাসীবৃন্দদের মন জয় করেছেন। বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত বলেন, 'এটা আমাদের ২৫ তম বর্ষ অর্থাৎ রজতজয়ন্তী বর্ষ। আমরা কিছু নতুনত্ব আনতে চেয়েছিলাম এই অনুষ্ঠানে। এই বজবজ অঞ্চলে বহু ভাল ভাল গায়ক গায়িকারা আছেন।এবং বিভিন্ন সংস্থা থেকে তারা নাচের অনুষ্ঠান করে থাকে।তাদেরই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছি। বাইরে থেকে কাউকে আমরা আনিনি। কারণ আমরা বজবজের মানুষের থেকে তাঁদের ট্যালেন্টকে তুলে ধরার চেষ্টা করেছি।'