• কোথায় ঠান্ডা! মাঘেও নেই কনকনে শীতের আমেজ, পারদ পতন কবে থেকে?
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। চলতি বছরে পৌষ সংক্রান্তিতেও উধাও শীতের আমেজ। মাঘের শুরুতেও নেই কনকনে ঠান্ডা। উত্তর থেকে দক্ষিণবঙ্গে একেবারে গায়েব শীত। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী পাঁচদিন কোথাওই পারদ পাতন হবে না। কবে থেকে শীতের আমেজ পাওয়া যাবে? রইল আবহাওয়ার আপডেট। 

     

    আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। আজ শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী সাতদিন সবজেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। 

     

    অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বিশেষ ওঠানামা করবে না। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। 
  • Link to this news (আজকাল)