বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাটটির বাসিন্দাদের ভবিষ্যত্ কী? মাথায় হাত পরিবারগুলির
আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
কলকাতার বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় শিউরে উঠেছেন সকলে। মঙ্গলবার আচমকাই ওই বহুতলটি হেলে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। যার জেরে মাথায় হাত বহুতলের বাসিন্দাদের।
মঙ্গলবার দুপুরে বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনি এলাকায় ৪ তলা ওই বহুতলটি আচমকাই হেলে পড়ে। স্থানীয়দের দাবি, বেশ কয়েক দিন ধরেই বহুতলটি হেলে পড়তে শুরু করেছিল। প্রোমোটারকে বিষয়টি জানালে জ্যাক লাকিয়ে বাড়ির ভিত থেকে উঁচু করে সোজা করার জন্য হরিয়ানার এক সংস্থাকে বরাত দেন তিনি। কাজ চলায় বহুতলটি খালি করে আবাসিকদের ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার মেরামতির কাজ চলার সময়ই হেলে পড়ে বহুতলটি।
এলাকাবাসীদের একাংশের অভিযোগ, জলাজমির উপর বহুতলটি নির্মাণ করা হয়েছিল। তাই এই পরিণতি। এই ঘটনা প্রসঙ্গে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, '৮-১০ বছর আগেকার বাড়ি...বিল্ডিংয়ে ফাটল ধরেছে বলে শুনেছিলাম। লোহার ট্র্যাক দিয়ে উঁচু করা হচ্ছিল। খবর পেয়েই যাই। সেই কাজে বাধা দিই।' প্রাক্তন কাউন্সিলর চয়ন ভট্টাচার্য বলেন, 'যিনি বাড়িটি বানিয়েছেন, সেই ডেভলপারকে কি গ্রেফতার করা হয়েছে? যদি না হয়ে থাকে,সেটা দুঃখজনক।'
এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'কলোনি এলাকায় যে যার নিজের বাড়ি করে নিচ্ছে, সেই বাড়িগুলোর স্ট্রাকচারাল স্টেবিলিটি ঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে না...ভাগ্য ভাল কেউ বাড়িতে ছিলেন না।'