• ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত গাড়িতে আগুন, ঘটনাস্থলে সিআইএসএফ জওয়ানদের টিম
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা। ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত গাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল ব্যারেজ সংলগ্ন এলাকায়। বুধবার কাকভোরে এই ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইএসএফ জওয়ানরা। তাঁদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।


    জানা গিয়েছে, আজ ভোরে ব্যারেজের উপর চলন্ত গাড়িটিতে আচমকাই আগুন ধরে যায়। এরপর জওয়ানরা এসে তৎপর হলে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে খবর, মালদহ থেকে জঙ্গিপুরের দিকে যাওয়ার সময় ফারাক্কা ব্যারেজের ১০৮ নম্বর লকগেট সংলগ্ন জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


    প্রসঙ্গত, গত মঙ্গলবারও এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। মঙ্গলবার গভীর রাতে ফারাক্কার আলিনগরে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কেমিক্যাল সামগ্রী পরিবহণকারী লরিতে ধাক্কা মারে একটি পেঁয়াজ বোঝাই ট্র্যাক। ধাক্কা দেওয়ার পর লরিটি পাশের নয়ানজুলিতে উল্টে গেলে তাতেও আগুন ধরে যায়।
  • Link to this news (বর্তমান)