• দাসপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে জখম ১
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চোপড়া: পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সেখবস্তিতে। জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এদিন একপক্ষের লোকজন সেই জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে অন্যপক্ষের লোকজন বাধা দিলে প্রথমে হাতাহাতি হয়। পরে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় একজন জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। 
  • Link to this news (বর্তমান)