• আবারও লাইনচ্যুত মালগাড়ি, কয়েক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের ...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জী: হঠাৎই মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনের আনারা রেল স্টেশনে মালগাড়ি ঢোকার মুখে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। যার ফলে সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনের আনারা স্টেশনের ওপর দিয়ে প্রচুর মালগাড়ি এবং যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়। ইদানিং প্রায়ই দেখা যাচ্ছে মালগাড়ি বা যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা হচ্ছে। রেল কর্তৃপক্ষ চেষ্টা করছেন, এগুলোকে কীভাবে আটকানো যায়। 

    আনারা রেল স্টেশনে লাইনচ্যুত হওয়ার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ার খবর পেয়ে সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুমিত নারুলা সহ রেলের বিভিন্ন আধিকারিকরা সঙ্গে সঙ্গে আনারা স্টেশনে পৌঁছে যান। তারপর তারা যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত হওয়া মালগাড়িটিকে রাত ন'টা নাগাদ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন। রাত দশটার পর থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। 

    মালগাড়িটি খালি বগি নিয়ে আনারা থেকে ভোজুড়ি যাচ্ছিল। আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুমিত নাড়ুলা বলেন, 'এই রেলের ট্রাক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। সেই জন্য আমরা যুদ্ধকালীন তৎপরতায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে পেরেছি। তা না হলে যাত্রীদের অনেক বেশি দুর্ভোগের মুখে পড়তে হত। পুরুলিয়ার পৌষ পার্বণ হল একটি বড় উৎসব। এই উৎসবে সবাই সামিল হতে রেলপথকে বিশেষভাবে ব্যবহার করে থাকে। সেই জন্য আমরা তাঁদের অসুবিধা না হওয়ার কথা মাথায় রেখে চার ঘণ্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক করেছি।'
  • Link to this news (আজকাল)