চুনোপুটি থেকে রাঘব বোয়াল, সব রকমের মাছ নিয়ে জমজমাট মাছের মেলা ...
আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: শীতকাল মানে জমজমাট মেলার আসর। মেলায় দরদাম করে জিনিসপত্র কেনাকাটা করতেও পছন্দ করেন অনেকে। এবার হুগলিতে জমে উঠল মাছের মেলা। দূরদূরান্ত থেকে মেলায় অংশ নেন মাছ ব্যবসায়ীরা। মাছ কিনতে ভিড় জমান অগণিত মানুষ। এবারেও মাছের মেলা ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে।
জানা গেছে, বহু মাছ ব্যবসায়ী নদী, পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেন মেলায়। হুগলি ছাড়াও মেলায় যোগ দিয়েছেন বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ার বহু মাছ বিক্রেতা। মেলায় মাছ বিকোচ্ছে ২০০ টাকা থেকে এক হাজার, দেড় হাজার, দু'হাজার টাকা কেজি দরে। নানারকমের মাছ রয়েছে মেলাজুড়ে। যা সচরাচর পাওয়াও যায় না বাজারে।
অনেকে আবার শীতের আমেজ উপভোগ করতে মেলা থেকে মাছ কিনে পাশের আম বাগানে পিকনিকের আয়োজন করেন। সব মিলিয়ে এই একদিন জমজমাট হয়ে ওঠে কেষ্টপুর।ছবি: পার্থ রাহা।