উদীয়মান নৃত্যশিল্পীর রহস্যমৃত্যু, তুমুল চাঞ্চল্য বনগাঁয়, আটক দুই ...
আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বনগাঁয় উদীয়মান নৃত্যশিল্পীর রহস্যমৃত্যু। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ডান্স বাংলা ডান্স খ্যাত অদৃকা দাসের মৃতদেহ। ২০১৬ সালে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো’য় প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে গ্র্যান্ড ফাইনাল অবধি পৌঁছেছিল বনগাঁর অদ্রিকা। তারপর থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের দৌলতে তার নামডাকও বেশ ছড়িয়ে পড়ে। একাদশ শ্রেণির পড়ুয়া অদৃকার (১৭) ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায়। সোমবার রাতে ঘর থেকে অদৃকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তার বন্ধুরা। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বনগাঁ সাতভাই কালীতলায় পুজো দিয়ে বিকেলে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল অদৃকা। রাতে মায়ের সঙ্গে একটি কালীপুজোর বাড়ি যাওয়ার কথা ছিল। জানা গিয়েছে, মাকে অদ্রিকা বলেছিল ‘তুমি কালীপুজো বাড়িতে যাও আমি দশ মিনিট পরে যাচ্ছি।’ পরিবারের অভিযোগ, কিছুক্ষণ পরেই অদ্রিকার বাবার কাছে তাঁর এক বন্ধু ফোন করে জানায় সে আত্মহত্যা করার চেষ্টা করছে। তড়িঘড়ি অদ্রিকার বাবা বাড়ি ফিরে দেখেন মেয়ে নিজের ঘরে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্তক্ত করত তাঁর কয়েকজন বন্ধু। সোমবারও তারা অদ্রিকাকে উত্তক্ত করে। কটু কথা শোনায় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, সেই অপমান সহ্য করতে না পেরে অদ্রিকা আত্মঘাতী হয়েছে। এই মর্মে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন অদ্রিকার বাবা। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।