• শিয়ালদহ থেকেও বন্দে ভারত চালাতে উদ্যোগ নিচ্ছে রেল, কবে থেকে চলবে জানুন...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এবার শিয়ালদহ থেকেও বন্দে ভারত চালানোর পরিকল্পনা করছে রেল। আপাতত পরিকাঠামো তৈরির কাজ চলছে। এতদিন হাওড়া থেকেই চলেছে বন্দে ভারত। সবকিছু ঠিক থাকলে তিন মাসের মধ্যেই শিয়ালদহ থেকে ছাড়বে বন্দে ভারত।

    রেল সূত্রে জানা গেছে, কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে। যার জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। ট্র্যাকের কাজও হবে। কাজ শেষ হলেই শিয়ালদহ থেকে বন্দে ভারত ছুটবে। ওই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। 

    প্রসঙ্গত, হাওড়া ছাড়াও দেশের বিভিন্ন বড় বড় স্টেশন থেকে ইতিমধ্যেই বন্দে ভারত চলাচল শুরু করেছে। এবার শুরু হবে শিয়ালদহ থেকেও। বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই মুহূর্তে রাজ্যে মোট নয়টি রুটে চলে বন্দে ভারত। তার মধ্যে হাওড়া–নিউ জলপাইগুড়ি, হাওড়া–পুরী, নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি, হাওড়া–পাটনা, নিউ জলপাইগুড়ি–পাটনা, হাওড়া–রাঁচি, হাওড়া–ভাগলপুর, হাওড়া–গয়া ও হাওড়া–রৌরকেল্লা বন্দে ভারত রয়েছে। 
  • Link to this news (আজকাল)