আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। গ্রেফতারির ১৪ মাস পর জামিন জ্যোতিপ্রিয়র। এর আগে এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা জামিন পেয়েছিলেন। ব্যাঙ্কশাল আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। ২৫ হাজার টাকার জোড়া ব্যক্তিগত বন্ড এবং ৫০ লক্ষ টাকার একটি বন্ডের বিনিময়ে তাকে জামিন পান। তাকে মোট ৩ টি বন্ড দিতে হবে।
২০ দিন ধরে তার মামলার শুনানি চলছিল। এরপর বুধবার তার জামিন মঞ্জুর করা হয়। যে কেন্দ্রীয় সংস্থার তদন্তের উপর বারবার ভরসার কথা রাজ্যের একাধিক বিরোধী দলের পক্ষ থেকে এসেছে। তা নিয়ে প্রশ্ন উঠে যায় আদালতে। এতদিন ধরে জেলবন্দি থাকার পরও, চার্জশিট দেওয়ার পরও অভিযোগের গুরুত্ব এমন পর্যায়ে পৌঁছল না যাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেলবন্দি করে রাখা যায়।
এখন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলমুক্তি সময়ের অপেক্ষা। গ্রেপ্তারির ১৪ মাস পর ব্যাঙ্কশাল কোর্টের এই জামিনের সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন নজর থাকবে সেদিকেই।