• শীতের মধ্যেই তাপপ্রবাহের বার্তা, তাপমাত্রা ছোঁবে ৪৫ ডিগ্রি, কলকাতায় কী হবে?‌ মেগা আপডেট ...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শীতের মেয়াদ আর কতদিন?‌ মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডার আমেজ না মেলায় এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য এল সামনে। এপ্রিলে তীব্র তাপপ্রবাহে পুড়বে গোটা দেশ। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। বাদ যাবে না বাংলাও। তাই এপ্রিলে যারা বিয়ের পরিকল্পনা করছেন, এখন থেকেই দিন পরিবর্তনের ভাবনায় ডুব দিন।

    মৌসম ভবনের পূর্বাভাস, এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে, বৈশাখ মাস হচ্ছে বিয়ের মরশুম। ১৫ এপ্রিল থেকে ১৫ মে অবধি একাধিক বিয়ের দিন থাকে। আর মৌসম ভবন জানাচ্ছে, ওই সময় গড় তাপমাত্রা থাকতে পারে ৪২–৪৫ ডিগ্রি সেলসিয়াস।

    তীব্র গরমে ঘাম ও অস্বস্তি থাকবে। বিশেষ করে বিয়ের পোশাকে ওই গরমে অস্বস্তি আরও বাড়বে। শুধু তাই নয়, নিমন্ত্রিতরাও ওই গরমে সেজেগুজে বিয়ে বাড়ি আসতে অস্বস্তি বোধ করবেন। মৌসম ভবন জানিয়েছে, এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। আর মাঝামাঝি সময় থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে।

    মৌসম ভবন আরও জানিয়েছে, গত বছরের থেকেও এবার গরম বেশি পড়তে পারে। তাই বিয়ের পরিকল্পনা অনেক চিন্তাভাবনার সঙ্গে করতে হবে। সঙ্গে সহজপাচ্য খাবারও রাখতে চাই। তাই এপ্রিলে যারা বিয়ে করতে চলেছেন তাদের কাছে কাজটা বেশ চ্যালেঞ্জিং। 

     
  • Link to this news (আজকাল)