• মেদিনীপুর মেডিক্যালে অসুস্থ ৩ প্রসূতি শারীরিক অবস্থা কেমন? জানালেন SSKM সুপার
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়া তিনজন প্রসূতি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা কেমন আছে? আগের থেকে কতটা সুস্থ হয়েছেন তাঁরা? সাংবাদিক বৈঠক করে জানালেন হাসপাতালের সুপার। এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করে চলছে তাঁদের চিকিৎসা। তাঁদের শারীরিক অবস্থা কেমন সে ব্যাপারে অবগত করেছেন হাসপাতাল সুপার। জানান, কেউই আপাতত স্থিতিশীল নয়। তবে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে তাঁদের চিকিৎসা চলছে। 

    বুধবার সুপার জানান, দু'জন সিসিইউ এবং একজন আইটিইউতে ভর্তি হয়েছিলেন। সিসিইউ ১৩- তে ছিলেন মিনারা বিবি ও ১৪ তে ছিলেন মাম্পি সিং। নাসরিন খাতুন আইটিইউ ৩। মাম্পি সিং এবং নাসরিন খাতুন ভেন্টিলেশনে এসেছিলেন। মাম্পি সিংকে এখনও ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। আর নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বার করার ট্রায়াল চলছে যদিও এখনও ওঁনার ভেন্টিলেশন চলছে। মিনারা বিবির অক্সিজেন সাপোর্ট লাগছে। তিনজনের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। 

    তিনি আরও জানান, মাম্পি সিং এবং মিনারা বিবির সিটি স্ক্যান আজ করা হবে। নাসরিন খাতুনের প্রতিদিন ডায়ালিসিস হচ্ছে। তাছাড়াও তিনজনেরই ডায়ালিসিস দরকার হচ্ছে। তিনজনের ক্ষেত্রেই মেডিকেল বোর্ড তৈরি করা আছে তাদের পরামর্শতেই চিকিৎসা চলছে।
  • Link to this news (আজ তক)