• তাপমাত্রা নামার আপাতত সম্ভাবনা নেই, কত দিন? ঘন কুয়াশারও সতর্কতা জারি
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
  • জানুয়ারির শুরুতে কিছুটা শীতের আমেজ থাকলেও, রাজ্যে শীত কার্যত উধাও। মকর সংক্রান্তির সময় যখন সাধারণত ঠাণ্ডা হাড় কাঁপায়, এবার তার ছিটেফোঁটাও নেই। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এবার শীত কবে ফিরবে?

    আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কয়েকটি এলাকায় কিছুটা কুয়াশা দেখা দিলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। তবে আগামী ৫ দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

    কলকাতার তাপমাত্রা ও আর্দ্রতার পরিস্থিতি: মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৬০ শতাংশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। তবে কিছু জায়গায় ঘন কুয়াশা এবং শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে। পুরুলিয়া জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সমভূমি অঞ্চলের মধ্যে সর্বনিম্ন। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

     
  • Link to this news (আজ তক)