• ভাড়াটে সেজে বাংলাদেশিদের আস্তানা? কলকাতা পুলিশের তৎপরতায় বিপাকে বাড়িওয়ালারা
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
  • কলকাতায় নাম ও পরিচয় ভাঁড়িয়ে থাকার অভিযোগ নতুন নয়। এই সমস্যা ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে লালবাজার। পুলিশ জানিয়েছে, প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে ভাড়াটে এবং পেয়িং গেস্টদের তথ্য সংগ্রহের জন্য।

    পুলিশের নতুন উদ্যোগ
    শহরের প্রতিটি থানার পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটে এবং পেয়িং গেস্টদের পরিচয় যাচাই করতে শুরু করেছে। এই প্রক্রিয়ায় নাগরিকদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে থানায় জমা দিতে বলা হচ্ছে। একই সঙ্গে পরিচারক এবং পরিচারিকাদের সম্পর্কেও তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বাড়িওয়ালাদের দায়িত্ব
    পুলিশ জানিয়েছে, বেশিরভাগ বাড়িওয়ালাই ভাড়াটেদের পরিচয়ের নথি থানায় জমা দেন না। এই প্রবণতা বন্ধ করতেই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে। দক্ষিণ শহরতলির একটি থানার আধিকারিক জানিয়েছেন, বহুতল আবাসনগুলোর কেয়ারটেকার এবং আবাসিক কমিটিগুলোর কাছেও ফর্ম দেওয়া হচ্ছে।

    নথি যাচাই নিয়ে প্রশ্ন
    যদিও পুলিশের একটি অংশ মনে করছে, জমা দেওয়া নথি যাচাই না হলে দুষ্কৃতীরা ভুয়ো তথ্য জমা দিতে পারে। এতে উদ্যোগটির কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

    ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য
    ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুকুমার রক্ষিত বলেন, 'তাঁরা স্বরাষ্ট্রসচিবকে সমস্যার কথা জানিয়ে একটি চিঠি লিখেছি। ভাড়াটেরা যদি জাল নথি জমা দেয়, সেটা বাড়িওয়ালারা কীভাবে যাচাই করবে। একমাত্র পুলিশই তা যাচাই করতে পারে। কিন্তু ভাড়াটিয়ার অপকর্মের দায় কোনওভাবেই বাড়িওয়ালার ঘাড়ে চাপানো যাবে না।'

     
  • Link to this news (আজ তক)