• SSC-তে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছে, কী হবে তাদের ভবিষ্যত?
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
  • সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, আদালতে সওয়াল করছেন চাকরিহারানোদের আইনজীবীরা। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনছেন।

    গত ৭ জানুয়ারি এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে গত ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল। আজ, ১৫ জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত।

    এই মামলাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়। গত ১৭ ডিসেম্বর থেকে অপেক্ষায় রয়েছেন তাঁরা। দিনের পর দিন শুনানি পিছনোয় হতাশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি করেন। তাঁদের আরও দাবি, যোগ্যতা সত্ত্বেও চাকরি দেওয়া হচ্ছে না।

    আজ, বুধবার সুপ্রিম কোর্টে দুপুর ২টোয় এই মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিল হবে, নাকি বৈধ ও অবৈধ চাকরিজীবীদের আলাদা করা যাব,  অযোগ্য়দের বাতিল করে, যোগ্যদের চাকরি বহাল রাখা সম্ভব হবে কিনা, সব প্রশ্নের উত্তর মিলবে।
  • Link to this news (আজ তক)