• রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
  • রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জামিন দেয় ইডির বিশেষ আদালত। প্রাক্তন মন্ত্রীকে ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। 

    বেশ কয়েকটি শর্তে জ্যোতিপ্রিয়কে জামিন দিয়েছে কোর্ট। আদালতের নির্দেশ, পাসপোর্ট জমা রাখতে হবে প্রাক্তন মন্ত্রীকে। তদন্তের প্রয়োজনে যে কোনও সময় সাহায্য করতে হবে। 

    প্রসঙ্গত. ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয়। প্রায় চোদ্দ মাস জেলে রয়েছেন তিনি। এই মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছিলেন। 

    রেশন দুর্নীতি মামলায় সবথেকে প্রথম গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমান। তারপর থেকে একের পর এক ব্যক্তি গ্রেফতার হতে শুরু করেন। সেই তালিকাতে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। তারপর রাজ্যজুড়ে তল্লাশি অভিযানও শুরু হয়। 

    এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। ইডি শুনানিতে বলেছিল, রেশন দুর্নীতি মামলার রিং মাস্টার এই জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি প্রভাবশালী। তাঁকে ছাড়লে তদন্তে প্রভাব পড়তে পারে।

    যদিও রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েও তাঁর জামিনের আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনও নাকচ করেছিল কোর্ট। কিন্তু অবশেষে জামিন পেলেন তিনি। 
  • Link to this news (আজ তক)