• বইমেলার সময় শিয়ালদা-সল্টলেক মেট্রো সার্ভিস বন্ধ? রেল যা জানাল
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৫
  • পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরে যোগাযোগ-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং সিস্টেম বসানোর জন্য ৪৫ দিনের জন্য মেট্রো পরিষেবা স্থগিত করার সুপারিশ করা হলেও এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এত দীর্ঘ সময় পরিষেবা বন্ধ থাকলে যাত্রীদের ভোগান্তি বাড়বে।

    প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত করিডোরে সিবিটিসি সিস্টেম ইনস্টল করার জন্য ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত পরিষেবা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। তবে, মেট্রো মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সমস্ত দিক বিবেচনা করে উপযুক্ত সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এদিকে, গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার সময় পরিষেবা বন্ধ থাকলে হাজার হাজার মানুষের অসুবিধা হবে। এখন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত আংশিক মেট্রো পরিষেবা চালু রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এই বছরের মধ্যেই পুরো করিডোরে বাণিজ্যিক পরিষেবা শুরু করার বিষয়ে আশাবাদী।

     
  • Link to this news (আজ তক)