• রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, শীঘ্রই জেলমুক্তি!
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অবশেষে মিলতে চলেছে জেলমুক্তি! রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে দীর্ঘ ১৪ মাস পর জেলমুক্তি ঘটতে চলেছে বালুর। আজ, বুধবার তাঁকে জামিনে মুক্তি দিয়েছে ইডি-র বিশেষ আদালত।


    জানা গিয়েছে, এদিন আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবীরা তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান। পাশাপাশি বলা হয়, এই মামলায় অন্য অভিযুক্তরাও জামিনে মুক্ত এবং ইডির-ও জ্যোতিপ্রিয়র কাছ থেকে নতুন কিছু জানার নেই, তাহলে তাঁকে জেলে থাকতে হবে কেন? তবে ইডি-র আইনজীবী দাবি করেন, জেলমুক্তি ঘটলে অভিযুক্ত তথ্য প্রমাণ লোপাট করতে পারে। তবে, আজ সেই কথায় চিঁড়ে ভেজেনি। ৫০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর।


     ইডির এই মামলায় জামিন পাওয়ার ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের জেলমুক্তি কার্যত এখন সময়ের অপেক্ষা। তদন্তকারী সংস্থা এই মামলায় তাঁকে ‘দুর্নীতির কিংপিন’ বললেও দোষী প্রমাণ করতে আদালতে জমা দেওয়ার মতো নথি গত ১৪ মাসেও জোগাড় করে উঠতে পারেনি। ফলে অবশেষে জেলমুক্তি হচ্ছে প্রাক্তন মন্ত্রীর। কারণ এই মামলা ছাড়া তাঁর বিরুদ্ধে আর অন্য কোনও মামলা নেই।


    প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে সল্টলেকের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর থেকেই তিনি ছিলেন জেলবন্দি। মাঝে অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি হলেও সুস্থ হয়ে ফের তাঁকে জেলেই যেতে হয়েছিল। তবে, আজ অবশেষে এই মামলায় জামিন পেলেন তিনি।
  • Link to this news (বর্তমান)