• গুড়াপ শিশু ধর্ষণ ও খুন কাণ্ড: ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত প্রতিবেশী, শুক্রে সাজা ঘোষণা
    প্রতিদিন | ১৫ জানুয়ারি ২০২৫
  • সুমন করাতি, হুগলি: গুড়াপে শিশু ধর্ষণ ও খুন কাণ্ডের ৫২ দিনের মাথায় রায়দান। ধৃত অশোক সিংকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পকসো আদালত। আগামী ১৭ জানুয়ারি দোষীর সাজা ঘোষণা করবে আদালত।

    গত বছরের ২৪ নভেম্বর, সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর পাঁচের শিশু। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। শিশুর বাড়ি থেকে কিছুটা দূরে প্রতিবেশী অশোক সিংয়ের বাড়িতে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। তবে কম্বল চাপা থাকায় প্রথমে কিছু বুঝতে পারেননি কেউ। কিন্তু কম্বল সরাতেই দেখা যায় শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ধনেখালি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। প্রতিবেশী অশোক সিংকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সমাজবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানান প্রতিবেশীরা। তাকে জেরা করে এই ঘটনা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে চুঁচুড়া পকসো আদালত বুধবার ধৃত প্রতিবেশীকে দোষী সাব্যস্ত করে। আগামী ১৭ জানুয়ারি রায়দান করবে আদালত। এর আগে কুলতলি ও জয়গাঁ ধর্ষণ কাণ্ডেও দুমাসেরও কম সময়ের মধ্যে রায়দান করেন বিচারক। আগামী শনিবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের রায় ঘোষণা। শিয়ালদহ আদালত কী রায় দেয়, সেদিকেই নজর সকলের।
  • Link to this news (প্রতিদিন)