• কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন নিয়ে উত্তেজনা, বক্সিকে ফোনে নির্দেশ মমতা
    হিন্দুস্তান টাইমস | ১৫ জানুয়ারি ২০২৫
  • কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন নিয়ে এখন দলের অন্দরেই উত্তেজনা চরমে উঠেছে। আর তাই এই প্রথম সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে আসরে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত। যদিও পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে ফলাফল খারাপ বিজেপির। পূর্ব মেদিনীপুরে একাধিক সমবায় সমিতির নির্বাচনে হেরেছে বিজেপি। সেখানে দলীয় কোন্দলের জন্য এই নির্বাচন যেন তৃণমূল কংগ্রেস না হারে। আর সেটা নিয়েই এবার কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন নিয়ে এখন দলীয় কোন্দল চরমে উঠেছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেসেরই নেতা–কর্মীদের ‘বম্ব চার্জ করে দেব’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি। যা নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে যায়। এই আবহে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বৈঠক করেও মীমাংশা করতে পারেননি বলে খবর। এবার সেই খবর দলনেত্রীর কানে পৌঁছেছে। তাই আসরে নামলেন খোদ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার ফোন করেই কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই হল কাজ।


    আগামী ৩১ জানুয়ারি কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন হবে। এখানে নির্বাচিত ডিরেক্টররা তারপর চেয়ারম্যান নির্বাচন করবেন। কিন্তু এসবের আগেই কোন্দল চরমে উঠেছিল। কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ডে আছেন ১৫ জন ডিরেক্টর। অথচ নির্বাচনের জন্য ৩০ জন মনোনয়ন তুলেছেন বলে অভিযোগ। সুব্রত বক্সি ও মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দেওয়ার পর জেলা সভাপতি অখিল গিরির ফোনে হোয়াটসঅ্যাপে তালিকা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যায়, সেটা মানা হয়নি বলে অভিযোগ। বদলে অখিল গিরির অনুগামীদের প্রাধান্য দেওয়া হয়েছে ওই তালিকায়। এমন অভিযোগও ওঠে। আর সেই তালিকার বিরোধিতা করেন উত্তম বারিক গোষ্ঠীর নেতারা।

    এখানেই সমস্যার সূত্রপাত হয়। যার সমাধানে আজ, বুধবার আবার বৈঠকে বসেন সুব্রত বক্সি। ভবানীপুরের বাড়িতে উত্তম বারিক, অখিল গিরি, জেলার সব বিধায়ক এবং অন্যান্য নেতারা সেখানে হাজির হন। তখনই বৈঠকের মাঝে বক্সি ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফোনেই উপস্থিত সকল নেতাদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, সুব্রত বক্সির তৈরি করা প্যানেলই চূড়ান্ত। আর সেটাই মানতে হবে। যাঁরা ভিন্ন প্যানেল তৈরি করেছেন, তাঁদের তা দ্রুত প্রত্যাহার করে নিতে হবে। আর ২৮ জানুয়ারির পর মমতা বন্দ্যোপাধ্যায়ই নির্বাচিত করবেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বলে ফোনে তাঁদের জানিয়ে দেন। মেটে কোন্দল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)